রাজধানীতে গত কয়েক মাসে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে, বিশেষত রাতে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম সীমিত হওয়ায়, নগরবাসী উদ্বিগ্ন হয়ে উঠেছে। বেশিরভাগ জায়গায় পুলিশি টহল এবং চেকপোস্টের অভাব রয়েছে, যা অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয় সৃষ্টি করেছে। মোহাম্মদপুরের মতো অপরাধপ্রবণ এলাকায় অপরাধের পরিমাণ বৃদ্ধি পেলেও পুলিশি উপস্থিতি নেই।
এছাড়া, গুরুত্বপূর্ণ সড়কগুলোর মতো মানিক মিয়া এভিনিউ এবং কলাবাগান বাসস্ট্যান্ডেও রাতের বেলা পুলিশের তেমন কোনো টহল দেখা যায় না। অপরাধীদের মোকাবেলায় পুলিশ বাহিনীর কার্যক্রম আরও তৎপর হওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। যদিও কিছু এলাকায় অস্থায়ী চেকপোস্ট এবং টহল গড়ে তোলা হয়েছে, তবুও অপরাধ রোধে তা যথেষ্ট নয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে প্রতিদিন ৫০০টির বেশি টহল টিম কাজ করছে। তবে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেওয়া হচ্ছে, এবং অপরাধ কমানোর জন্য তারা নতুন পদক্ষেপ নিয়ে কাজ করছেন।